Loading Now

শিক্ষার্থীদের মানসিক নিপীড়নের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ কে এম আবদুল আহাদ বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পবিপ্রবি প্রশাসন।

গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হলে, জনসম্মুখে আসে ১৬ ডিসেম্বর বিকেলে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, পবিপ্রবির ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ কে এম আবদুল আহাদ বিশ্বাসের বিরুদ্ধে গত নভেম্বর মাসের ২০ তারিখ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থী কর্তৃক মানসিক নিপীড়ন, ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক আচরণ ও যৌন হেনস্থার অভিযোগ এনে রেজিস্টার বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) এবং পবিপ্রবি কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধানের ৯(১) মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে সাময়িকভাবে বরখাস্তকালীন তিনি খোরপোশ ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেই মর্মে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রাথমিক কিছু অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

অধিকতর তদন্তের পরই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।

Post Comment

YOU MAY HAVE MISSED