Loading Now

বাংলাদেশ ক্রিকেট টিমকে তারেক রহমানের অভিনন্দন

 

স্পোর্টস ডেক্স ।।

শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। “সাবাশ বাংলাদেশ। এ এক নতুন বাংলাদেশ। বলতে পারেন ক্রিকেটের এ এক অনন্য তৃপ্তি। এটি আমাদের বড় অর্জন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এখন যেমন সত্যিই ভালো খেলছেন আবার যখন খেলবেন তখন আরও ভালো খেলবেন এই প্রত্যাশা করি।

 

Post Comment

YOU MAY HAVE MISSED