Loading Now

নতুন সুন্দরী বাগিয়ে নিলেন জয়?

অনলাইন ডেক্স ।।

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন।মূহর্তেই ফেসবুকের সেই পোস্ট ভাইরাল হয় নেট দুনিয়ায়।

 

ফেসবুক পেজে জুলকারনাইন সায়ের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের সাথে এক তরুণীর ক্লোজ শটের একটি ফটো পোস্ট করেন।যেখানে জয়কে এক তরূণীর কোমরে হাত দিয়ে পোজ দিয়ে দাঁড়াতে দেখা যায়।

পোস্টের ক্যাপশনে সায়ের লিখেন,অবশেষে হিঞ্জ ব্যবহার করে সাফল্য লাভ করলেন ন্যাশনাল গ্র্যান্ডসন। থ্রি চিয়ার্স ফর ন্যাশনাল গ্র্যান্ডসন….হিপ হিপ…হুররে। মূহর্তেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।যেখানেনেটিজেনরা মন্তব্যের ঘরে তাঁদের নানা মন্তব্য জুড়ে দিতে থাকেন।

উল্লেখ্য পরবর্তীতে সাংবাদিক সায়ের মন্তব্যের ঘরে উল্লেখ করে দেন,আহারে পোস্ট ডিলিট করে দিলো?

Post Comment

YOU MAY HAVE MISSED