Loading Now

ডেঙ্গু: বরিশালে এক রোগীর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা কমছে। কিন্তু এখনো মৃত্যু থামেনি। গত ২৪ ঘণ্টায় এক যুবকের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ৩ ডিসেম্বর এক রোগীর মৃত্যু হয়েছিলো।

মারা যাওয়া ওই রোগী হলো বরিশাল সদর উপজেলার বাসিন্দা মো. মাকসুদ (৪০)। তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আরো ১৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ হাজার ৬২১ জন ভর্তি হন।

এর মধ্যে ৮ হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২৫ জন। বিভাগে সবচেয়ে বেশি রোগী মারা গেছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ জন মারা গেছেন। এছাড়া ভোলা, পিরোজপুর ও বরগুনায় তিনজন করে মারা গেছেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে মারা গেছেন একজন করে। বরিশাল ও ঝালকাঠি জেলার সরকারি হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি।

Post Comment

YOU MAY HAVE MISSED