Loading Now

ব্যাটিং ব্যর্থতায় শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

 

স্পোর্টস ডেক্স ।।

ভারতের বিপক্ষে ফাইনালে হেরে এশিয়া কাপ জয়ের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় ৪১ রানে হেরেছে বাংলাদেশ।

পুনে ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে ভারত। শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া হয়নি। ওপেনার কামিলনী ও তৃষার ২৩ রানের জুটি ভাঙেন বাংলাদেশের ফারজানা ইয়াসমিন। ৯ বলে ৫ রান করে আউট হন কামিলনী। এরপর দলীয় ২৫ রানে ফেরেন সানিকা চালক।

তবে নিকি প্রসাদ ও তৃষার ব্যাটে ভারত ঘুরে দাঁড়ায়। তৃষা ৪৭ বলে ৫২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে লোয়ার অর্ডারের ব্যাটারদের ছোট ছোট অবদান ভারতের সংগ্রহকে ১১৭ পর্যন্ত নিয়ে যায়। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৩ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই করেছিল বাংলাদেশের মেয়েরা। ওপেনার ফাহমিদা চয়া ও দ্বিতীয় উইকেট জুটিতে সুমাইয়া আক্তারের দল দলীয় ৪৪ রান পর্যন্ত যায়। কিন্তু তারপর শুরু হয় ধস। একের পর এক ব্যাটার ব্যর্থ হয়ে ফিরতে থাকেন।

উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ৩০ বলে ২২ রান করেন, যা দলের পক্ষে সর্বোচ্চ। ওপেনার ফাহমিদা করেন ২৪ বলে ১৮ রান। তবে দলের আর কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

ভারতের হয়ে সোনম যাদব ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া আইয়ুশি শুক্লা ১৭ রানে নেন ৩ উইকেট।

১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
অল্প রানে ভারতের ইনিংস বেঁধে ফেলার পরও ব্যাটিং ব্যর্থতায় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের মেয়েদের। ভারতের হাতে হারলেও সেমিফাইনাল পর্যন্ত চমৎকার পারফরম্যান্সে ভবিষ্যতের জন্য সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে দলটি।

Post Comment

YOU MAY HAVE MISSED