কমিউনিটি রিক্স অ্যাসেসমেন্ট এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
জেলা পর্যায় “কমিউনিটি রিক্স অ্যাসেসমেন্ট এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় আভাস ও জেলা ত্রান ও পুর্নবাসন বিভাগ এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে সকাল ১০ টায় অনুষ্ঠিত ওয়ার্কশপের
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত হাজং, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সদর সহ ৫টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা গন উপস্থিত থেকে কমিউনিটি সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্শনা মুলক বক্তব্য প্রদান । এই ওয়ার্কশপটি স্থানীয় প্রতিবন্ধীব্যক্তি ও ঝুঁকিপূর্ন এলাকার বসবাসকারীদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সহায়ক হবে।
সভার সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন রনজিৎ কুমার সরকার ডিআরআর ও বরিশাল জেলা।
ভ্যালিডেশন ওয়ার্কশপের মাধ্যমে কমিউনিটির যে সকল ঝুঁকি শনাক্তকরণ করেছে সেগুলো যাচাই করা হয়। যাচাই শেষে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উপর গুরুত্বপূর্ন আলোচনা করা হয়। বিশেষত, বিপর্যয়ের সময় যে সব কমিউনিটি গুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে, তাদের জন্য সুরক্ষা এবং প্রস্তুতি পরিকল্পনা উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ওয়ার্কশপটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সরকারী কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিণিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি,, কমিউনিটি নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন ঝুঁকি এবং চ্যালেঞ্জে এবং উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করেছেন যা কমিউনিটির উন্নয়ন, ইউপির বাৎসরিক বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করবে। ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে যে এতে এসওডি অনুসরন করে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে তা ঝুকিঁপূর্ন প্রতিটি এলকার সমস্যা সমাধানে গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করবে এবং জনসাধারনের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
Post Comment