Loading Now

বানারীপাড়ার কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক ।।

২৪ ডিসেম্বর মঙ্গলবার বানারীপাড়া উপজেলায় আভাস কতৃক বাস্তবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেটচেঞ্জ প্রকল্পের মাধ্যমে বিশারকান্দি ও উদয়কাঠী ইউনিয়নের উন্নত জাতের সবজি/শস্য চাষ বিষয়ক প্রদশনী খামার স্থাপনের জন্য নির্বাচিত ২২জন খামারীদের মাঝে কৃষি উপকরন (বিভিন্ন ধরনের সবজী বীজ, ধান বীজ, কম্পোষ্ট, ইউরিয়া, টিএসপি, এমওপি, ড্যাপ সার) বিতরন করা হয়। এসময় কৃষি উপকরন বিতরন করেন বানারীপাড়ার উপজেলা নিবাহী অফিসার মো: বায়েজিদুর রহমান।

কৃষকের অক্লান্ত পরিশ্রম এবং কৃষি বিভাগের নিবিড় তদারকিতে দেশ আজ খাদ্য স্বয়ংস্পূর্ন।
অন্তর্বর্তী সরকার কৃষকের উৎপাদন খরচ কমাতে বিভিন্ন ফসলে কৃষি প্রণোদনা দিচ্ছে,এতে কৃষক উপকৃত হচ্ছে। এসময় সবাইকে একত্রে মিলেমিশে দেশর কৃষি খাতের উন্নয়নে কাজ করার আহবান জানান ।

Post Comment

YOU MAY HAVE MISSED