Loading Now

বড়দিনে দাদির সঙ্গে গির্জায় না নেওয়ায় নাতির কাণ্ড! 

 

আগৈলঝাড়া প্রতিনিধি ।।

বরিশালের আগৈলঝাড়ায় বড়দিনে ঘুম থেকে উঠিয়ে গির্জায় না নেওয়ায় দাদির ওপর হামলা করে নাতি। এতে গুরুতর আহত হন দাদি। তার চিৎকার শুনে বাড়ির লোকজন দাদিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের রামদেবেরপাড় গ্রামে বড়দিন পালনের জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন রুয়েল মালাকার ও তার ছেলে কলেজছাত্র সৌরভ মালাকার।

 

বুধবার সকালে বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনার জন্য যান দাদি শ্রীমতি মালাকার। তখন নাতি সৌরভ ঘুমিয়ে ছিলেন। গির্জা থেকে বাড়ি ফিরে শ্রীমতি মালাকার রান্না করছিলেন। পরে সৌরভ ঘুম থেকে উঠে ক্ষুব্ধ হয়ে দাদিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।

 

দাদি শ্রীমতি মালাকার বলেন, গভীর রাতে ঘুমাতে যাওয়ায় সৌরভ সকালে গভীর ঘুমে ছিল। আমি প্রার্থনার জন্য সৌরভকে ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ওঠেনি।

অভিযুক্ত নাতি সৌরভ মালাকার বলেন, আমি বড়দিন উপলক্ষে দাদির সঙ্গে প্রার্থনার জন্য গির্জায় যাব বলে ঢাকা থেকে বাড়িতে এসেছি। দাদি আমাকে ডেকে না নেওয়ায় ভুলক্রমে আমি এ ধরনের ঘটনা ঘটিয়েছি।

Post Comment

YOU MAY HAVE MISSED