Loading Now

গৌরনদীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার ৩ আসামি আটক

হত্যা মামলার আসামি গ্রেফতারে সাহসীকতার পরিচয় দিল বরিশাল জেলা পুলিশ। গত ২৪ ডিসেম্বর বরিশালের গৌরনদী থানা এলাকার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের ৯ বছর বয়সী শিশু তাছলিমা আক্তারকে হত্যা করা হয়।এ ঘটনার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সন্দিগ্ধ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে গতকাল ২৮ ডিসেম্বর দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক্স ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ননা দেন পুলিশ সুপার শরীফ উদ্দিন। তিনি জানান ঘটনায় জরিত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আটককৃতরা।পুলিশ সুপার জানান,শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে পাশের ডোবায় ফেলে রাখা হয়েছিল।এ ঘটনায় আটককৃতরা হলপন ইসমাঈল, লিটন ও সাকিব। এদের মধ্যে ইসমাইল আদালতে অপরাধ স্বীকার করেছে। উক্ত প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শাহিদুর রহমান, বিপিএম, ডিআইও-১, অফিসার ইনচার্জ (ডিবি)সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED