ভোলায় পরিত্যক্ত নসিমন থেকে বিদেশি শাড়ি জব্দ
ভোলা প্রতিনিধি ।।
ভোলার চরফ্যাশনে পরিত্যক্ত একটি নসিমন গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি শাড়ি জব্দ করেছে যৌথবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার জনতা বাজার এলাকা থেকে যৌথবাহিনী এসব শাড়ি কাপড় জব্দ করে। সকাল ১১টায় নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ এবং নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের জনতা বাজার এলাকা থেকে পরিত্যক্ত একটি নসিমন গাড়ি থেকে সাড়ে ৮ বস্তা শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বিদেশি শাড়ি জব্দ করা হয়। যাঁর আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৩৫ হাজার ৯ শত টাকা। পরে এসব শাড়ি চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়।
Post Comment