Loading Now

চুরি করা অভ্যাসে পরিনত হয়েছে ইমামের!

 

হিজলা প্রতিনিধি ।

বরিশালের হিজলা উপজেলায় প্রতিরাতে বিভিন্ন বাসা বাড়িতে মোবাইল সহ অন্যান্য মালামাল চুরি হয়ে আসছে। রবিবার দিবাগত গভীর রাতে হিজলা থানার পুলিশের উপপরিদর্শক নুর আলম,ইয়াদুল সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের উত্তর বাউশিয়া গ্রামের রতন চৌকিদারের ছেলে চোরের হোতা ইমাম হোসেন ওরফে ইমান চৌকিদার(১৯) কে আটক করে।

জানাযায় এই ইমাম একজন অভ্যাসগত কুখ্যাত চোর। সে প্রতিরাতে বিভিন্ন বাড়িতে সিধ কেটে অথবা জানালার গ্রিল ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে মোবাইল নগদ টাকা পয়সা স্বর্নালংকার চুরি করে আসছে।এছাড়া তার বিরুদ্ধে ছাগল হাস মুরগি চুরির অভিযোগ রয়েছে।

থানাসূত্রে জানাযায় ইমান চৌকিদারের নামে হিজলা থানায় ৩ টি চুরি মামলা রয়েছে।রয়েছে অনেক চুরির অভিযোগ। চুরির সত্যতা স্কীকার করে ইমান চৌকিদার জানায় চুরি তার অভ্যাস হয়ে গেছে। রাতে চুরি করতে না পারলে সে স্থির থাকতে পারে না।

এজন্যই চুরি করি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান গোপন সংবাদের ভিত্তি এই চোর কে আটক করি।তার বিরুদ্ধে চুরির একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।তাকে আদালতে প্রেরণ করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED