Loading Now

বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা

 

বিনোদন ডেক্স ।।

বছরের শুরুতে দেশের শোবিজ অঙ্গনে বিয়ের হিড়িক। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান মাসের শুরুতেই রূপসজ্জাকর রোজা আহমেদকে বিয়ে করেছেন। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩‘ শাম্মী ইসলাম নীলা।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর মুকুটজয়ী নীলা সোমবার (১৩ জানুয়ারি) বিয়ের দারুণ কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এটা একেবারেই সহজ ছিলো না। তারপরও আমরা এটাকে সম্ভব করেছি, আমরা এখন বিবাহিত।’

বিয়েতে লাল টুকটুকে হেভি কাজ করা লেহেঙ্গা বেছে নিয়েছেন নীলা। পোশাকটি লাক্সারিয়াস ফ্যাশন ব্র্যান্ড ‘সভ্যতা’ থেকে নেওয়া।

তবে নীলা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিচ্ছেন। এই যেমন তার বিয়ের ছবি প্রকাশ করেছে মিস ওয়ার্ল্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজ। বিষয়টি নিয়ে নীলা বেশ গর্ব অনুভব করছেন।

প্রসঙ্গত, নীলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এর মুকুট জেতা নীলা মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED