Loading Now

কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমানের জাটকা আটক

 

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলা উপজেলায় কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমানের জাটকা ইলিশ আটক করা হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের হিজলা ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম বদরুল আলম নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে এ অভিযান হয়।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের শৌলা লঞ্চঘাটে রাজহংস-৮ লঞ্চ এ বিপুল পরিমানের জাটকা রয়েছে। তখন লঞ্চে জাটকা অভিযান করতে গেলে মাছের মালিকরা পালিয়ে যায়। লঞ্চের ভিতর ড্রামে থাকা পরিত্যক্ত প্রায় ৩৫ মন জাটকা উদ্ধার করে।

পরে উপজেলা মৎস্য দপ্তরের নাজিউর রহমানের উপস্তিতিতে আটককৃত মাছ গুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় ও দুস্ত মানুষের মাঝে বিতরন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ কোষ্টগার্ড হিজলা জোন গত শুক্রবার মেঘনা নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল জাটকা ইলিশ আটক করে।

Post Comment

YOU MAY HAVE MISSED