Loading Now

স্কুলছাত্রীকে অপহরণ করায় দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা

 

নিজস্ব প্রতিবেদক ॥

বানরীপাড়া উপজেলার চাখার বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমি আক্তার (১৫)কে অপহরণ করায় দু’জনের নামে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বানরীপাড়া থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন : টিপু ও লোকমান।

বাদী রিপন সরদার মামলায় উল্লেখ করেন, আসামিরা বাদীর কন্যাকে উত্ত্যক্ত করতো স্কুলে যাওয়ার পথে। এক পর্যায় টিপু প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু স্কুলছাত্রী এতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ই জানুয়ারি বাদির মেয়েকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায়।

Post Comment

YOU MAY HAVE MISSED