জীবন গেলেও সুন্নতকে ছাড়বেন না -ছারছীনার পীর
নিজস্ব প্রতিবেদক ।।
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্বের ভাষণে আমাদের প্রত্যেক মুমিনদের জন্য সর্বশেষ নসিহাত হিসেবে ঘোষণা করেন, ‘আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষন তোমরা এই দুটিকে আকড়ে ধরে রাখবে ততক্ষন তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। আর তা হলো মহান আল্লাহ তায়ালার কিতাব অর্থাৎ কুরআন ও আমার সুন্নাহ’। রাসুল (সাঃ) এর সুন্নাহ বলতে প্রিয় নবী (সাঃ) এর আদর্শ তথা তাঁর সুমহান জীবন ব্যবস্থাকে বুঝানো হয়। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও আর্থিক জীবনে বিভিন্ন ধরণের সুন্নাহ রয়েছে যা সর্বদা পালন করা হয়। আমাদের প্রত্যেকের উচিত জীবন গেলেও একটি সুন্নতকেও ছাড়বো না। সর্বদাই সুন্নতকে আঁকড়ে ধরবো। সুন্নাহ বহির্ভূত ইবাদাত হলো ফলহীন গাছের মতো। যেমনিভাবে ফলহীন গাছ সৌন্দর্যহীন তেমনি সুন্নাহ বহির্ভূত জীবন ব্যবস্থা সৌন্দর্যহীন।
গত শনিবার পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলাধীন মহিষকাটা খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন।
পরিশেষে হযরত ছারছীনা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান, শান্তি কামনা এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।
Post Comment