Loading Now

বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু

 

নিজস্ব প্রতিবেদক ।।

দেশব্যাপী একযোগে শুরু হওয়া নতুন ভোটার ও ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হয়েছে বরিশালে। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে বরিশালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম শুরু হয়।

এ জন্য নির্বাচন কমিশনের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে সংগ্রহকারীরা। এতে নতুন ভোটার যুক্ত করা ও যারা মৃত্যুবরণ করেছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এ কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটার করায় খুশি নতুন প্রজন্ম।

তারা বলছেন, এটি একটি ভালো উদ্যোগ। পাশাপাশি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করায় সন্তুষ্ট নতুন ভোটার ও তাদের অভিভাবকেরা।
হালনাগাদ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করছেন। এতে নতুন ভোটার সংগ্রহ করা হচ্ছে। নাম ও তথ্যে যাতে ভুল না হয় সেজন্য ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ, নিকট আত্মীয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি, পরীক্ষার সনদ পত্র যাচাই করা হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি নিজ নিজ এলাকায় ছবি তুলতে পারবেন ভোটাররা।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করতে ইতোমধ্যে ১ হাজার ২২৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর বরিশাল জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ২২ হাজার।

এ বিষয়ে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এ কার্যক্রমে অঞ্চলের ৫ হাজার ৬৫২ জন তথ্য সংগ্রহকারী এবং ১ হাজার ৮৬জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ সালে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে মূলত তাদের নতুন ভোটার হিসেবে নাম নেওয়া হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED