Loading Now

ফেসবুকে মাশরাফির মৃত্যুর গুজব

 

অনলাইন ডেক্স ।।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তবে এ দাবি পুরোপুরি মিথ্যা বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানায়, মাশরাফি বিন মুর্তজার মৃত্যুর দাবির পেছনে কোনো সত্যতা নেই। দেশীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে তার দুবাইয়ে অবস্থান কিংবা দুর্ঘটনার তথ্য পাওয়া যায়নি। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভিত্তিহীন এই গুজব ছড়ানো হয়েছে।

সম্প্রতি মাশরাফির মাঠে না থাকার বিষয়টি ঘিরেও অনেকে বিভ্রান্তি তৈরি করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকারসের হয়ে খেলার কথা থাকলেও ফিটনেস সমস্যার কারণে তা সম্ভব হয়নি বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকারসের কোচ মাহমুদ ইমন।

মাশরাফির মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়ে ক্রিকেটপ্রেমীসহ সংশ্লিষ্টরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন।

এ ধরনের ভিত্তিহীন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, মাশরাফি বিন মুর্তজা সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর মিথ্যা।

 

Post Comment

YOU MAY HAVE MISSED