Loading Now

রুপাতলি বাস মালিক সমিতি এখন থেকে বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রপ

নিজস্ব প্রতিবেদক ।।

অনিয়ম ‍এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতার নেতৃত্বাধীন বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি বাতিল করার চার দিনের মাথায় পাল্টে গেলো সংগঠনের নাম। পূর্বের নাম বিলুপ্ত করে সংগঠনের নতুন নামকরণ করা হয়েছে বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপ।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের প্যাডে দপ্তর সম্পাদক মো. সমির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি খবর বিজ্ঞপ্তি পৌঁছে দেয়া হয়েছে গণমাধ্যম কার্যালয়।

নতুন কমিটিতে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে সভাপতি এবং প্রকৌশলী আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৬ জানুয়ারি বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি বাতিল ঘোষণা করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বাতিল কমিটির আহ্বায়ক ছিলেন জিয়াউদ্দিন সিকদার। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর গঠন করা হয়েছিল এই কমিটি।

গণমাধ্যমে পাঠানো এক খবর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল (দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয়) সড়ক পরিবহন সেক্টরে “বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপ” সরকারের জয়েন্ট স্টক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত একটি বৈধ সংগঠন। সংগঠনটি বিগত ১৯৯৪ সাল থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে যথারীতি এ অঞ্চলে পরিবহন সেক্টরের যাবতীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে যাত্রী সেবাদানসহ সুষ্ঠুভাবে সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

সেক্ষেত্রে ২০২৪ সালের ২৪ নভেম্বর অত্র সংগঠনের সাধারণ সভার সিদ্ধান্তক্রমে অদ্য থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাপ্ত লাইসেন্সের প্রেক্ষিতে বর্তমান “বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপ” নামে প্রতিষ্ঠা লাভ করায় বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সাথে অফিসিয়ালি যোগাযোগসহ যেকোনো প্রকার যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে পটুয়াখালী সড়কের আল-নসিব ম্যানসনের তৃতীয় তলায়।

এর আগে গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘২০২৪ সালের ৪ অক্টোবর বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কাছে পাঠানো হয়। এ কমিটি বাতিলের জন্য একই বছরের ২৯ অক্টোবর ২৩ জন সাধারণ মালিকের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় এ দপ্তরে। এ বিষয়ে সতর্ক করা হয়েছিল বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে। কিন্তু এ বিষয়ে তারা কার্যকরী কোনো ভূমিকা নেননি।

এমনকি নির্দেশ উপেক্ষা করে চাঁদা তোলাসহ নানা অনিয়মের অভিযোগে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি বাতিল ঘোষণা করা হয়। সেই সাথে নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের কথা বলা হয়েছিল চিঠিতে।

এ চিঠির অনুলিপি দেয়া হয়েছে- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বরিশালের জেলা প্রশাসক এবং মালিক সমিতির সভাপতি-সম্পাদকসহ সকল সদস্যদের।

Post Comment

YOU MAY HAVE MISSED