Loading Now

সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হত্যা, মালামাল লুট

 

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক এক সেনা সদস্যের বাড়িতে ঢুকে তার স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত-পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত।

সোমবার দিনগত রাতে কলাপাড়ার নীলগঞ্জে সাবেক সেনা সদস্য আবুল কালাম বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে প্রতিবেশী ও নিহতের স্বজনরা টের পেয়ে কলাপাড়া থানা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলেও এ হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কী কী মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের ওপর হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে মৃত পাওয়া গেছে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

 

নিহতের স্বজন ও এলাকার লোকজন জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢোকেন। এ সময় তাকে খাটের ওপর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেওয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমারি, ড্রয়ার ভাঙা এবং মালামাল এলোমেলো ও ছড়ানো-ছিটানো দেখা যায়।

Post Comment

YOU MAY HAVE MISSED