Loading Now

দেশ চলবে সংবিধান অনুযায়ী কেউ চাইলেই পরিবর্তন করতে পারবে না — স্বপন

গৌরনদী প্রতিবেদক ॥বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধান কারো ইচ্ছা অনিচ্ছায় পরিবর্তন হতে পারবে না। এ নিশ্চয়তা যদি আমরা আদায় করতে না পারি, তাহলে রাজনীতির জন্য আমাদের যে সময় এ সময়ের কোন অর্থ হয় না।

বরিশালের গৌরনদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের সাথে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন স্বপন।
উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনোজ গোমস্তার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। এতে বক্তব্য রাখেন মডেল থানার নবাগত ওসি ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ হোসেন মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সদস্য দুলাল রায় দুলু, সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মানিক লাল আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ওয়াহিদুল হক খান ও সদ্য প্রয়াত বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর তুষার হোসেন এর কবর জিয়ারত করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED