Loading Now

বরিশালে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান

 

নিজস্ব প্রতিবেদক ॥

 

বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে এই সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক উপকূলীয় অঞ্চল বরিশাল মোঃ হারুন অর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহম্মেদ, অধ্যক্ষ বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রফেসর ড. এহতেসাম উল হক, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ বরিশাল মোঃ সফিকুল ইসলামসহ বন সংরক্ষক কোস্টাল অঞ্চল এর কর্মকর্তারা।

 

অনুষ্ঠানের শেষে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড ২০২৪ এর বিজয়ী ও অংশগ্রহণকারী নার্সারি প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিরা। এবারের বৃক্ষ মেলায় ৫০ টি স্টলে বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED