Loading Now

পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের ঢল

 

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীতে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে মানুষের ঢল নেমেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টা ১৪ মিনিটে তিনি পটুয়াখালী শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলের মঞ্চে উঠে শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এর আগে বিকেলে মিজানুর রহমান আজহারী হেলিকপ্টারে করে পটুয়াখালীর আবুল কাশেম স্টেডিয়ামে অবতরণ করেন। তাকে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়।

আজহারীর সঙ্গে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

এদিকে মিজানুর রহমান আজহারীর বক্তব্য চলাকালে প্রচণ্ড ভিড় এবং জায়গার সংকুলান না হওয়ায় অনেক মানুষ হেঁটেই বাড়ি ফিরতে শুরু করেছেন। মুসল্লিরা বলছেন, মাহফিলে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমায়। তবে মাঠ ও আশপাশের সড়ক ভরে যাওয়ায় অনেকেই বক্তব্য শোনার সুযোগ না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

কুয়াকাটা থেকে আসা রফিকুল ইসলাম বলেন,আমরা অনেক কষ্ট করে মাহফিলে এসেছি, কিন্তু ভিড় এতটাই বেশি যে বক্তব্য পুরোপুরি শোনা সম্ভব হয়নি। জায়গা না থাকায় আমাদের ফিরতে হচ্ছে।

এদিকে আয়োজক কমিটির একজন সদস্য জানান, মানুষের এই বিপুল সাড়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তবে আমরা চেষ্টা করছি যাতে সবার জন্য বক্তব্য শোনার সুযোগ তৈরি করা যায়।

মাহফিল চলাকালে পটুয়াখালী শহরের বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। যানবহনের সংকট থাকায় অনেকেই হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED