Loading Now

বরিশালে তিন দিন ব্যাপী শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

 

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরীর উদ্যোগে নগরীর বেলস্ পার্কে তিন দিন ব্যাপী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ২৫ জানুয়ারি শনিবার শুরু হয়ে তিন দিনব্যাপী এই প্রকাশনা উৎসব চলবে আগামী ২৭ জানুয়ারি সোমবার পর্যন্ত। আজ উৎসবের দ্বিতীয় দিন প্রকাশনা স্টল পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সংস্কৃতি সম্পাদক হাফেজ আতিকুল্লাহ, সাবেক বরিশাল মহানগর সভাপতি বায়জীদ বোস্তামী, ইসলামি ছাত্রশিবিরের বরিশাল জেলা পশ্চিমের সাবেক সভাপতি হাফেজ আব্দুল আলীম।

ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি হাসান নাঈম এ সময় আমন্ত্রিত মেহমানদের প্রকাশনা সামগ্রীর স্টল ও গ্যালারি গুলো ঘুরিয়ে দেখান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরীর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হক, মাদ্রাসা সম্পাদক হাফেজ মুহিব্বুল্লাহ্ আরাফাত, ছাত্রকল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান, সাংস্কৃতিক সম্পাদক মাহাথির মহিউদ্দিনসহ মহানগর শিবিরের নেতৃবৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED