Loading Now

ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশের অধিনায়ক তামিম

স্পোর্টস ডেক্স ।।

এবারের বিপিএলের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এই দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল।

এবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশ বেছে নিয়েছে। যে একাদশের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তামিমকেই।

এছাড়া একাদশে আছেন পাঁচ ব্যাটার, দুই অলরাউন্ডার, তিন পেসার ও এক স্পিনার।
এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশে জায়গা পেলেন তামিম।

এবারের আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটারের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন খুলনা টাইগার্সের বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। ৫১১ রান করে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

তিনে ব্যাট করবেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ব্যাটার জাকির হাসান। আর চারে চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্স। পাঁচে রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। ছয়ে খুলনা টাইগার্সের উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

সাতে আছেন বরিশালের পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। আর আটে জায়গা পেয়েছেন চিটাগাংয়ের স্পিনার আলিস আল ইসলাম। নয় নম্বরে আছেন এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ।

দশ ও এগারো নম্বরে আছেন যথাক্রমে চিটাগাংয়ের পেসার খালেদ আহমেদ ও রংপুরের পাকিস্তানি পেসার আকিফ জাভেদ।

ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

Post Comment

YOU MAY HAVE MISSED