Loading Now

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদীর নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ মেরীকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া সাংবাদিকদের বলেন, সম্প্রতি এক বিএনপি নেতার ওপর হামলা ও হুমকির অভিযোগের মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দা মনিরুন নাহার মেরী। তাঁকে গ্রেপ্তারের পর সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। তবে সৈয়দা মনিরুন নাহার মেরী নাঠৈ গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED