অর্থ আত্মসাত মামলায় ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন কারাগারে
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বরিশালের তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে বরিশাল নগরীর বটতলা এলাকার নিজ বাসা থেকে খন্দকার আবুল হাসান লিমনকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। অর্থ আত্মসাতের পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত খন্দকার লিমন এতদিন আত্মগোপণে ছিলেন।
খন্দকার আবুল হাসান লিমন দীর্ঘদিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। ওই সময় মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সম্পাদকীয় পদেও ছিলেন তিনি। পরবর্তীতে মামলা-গ্রেফতার এড়াতে বিএনপির রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন লিমন।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাতে তিনি জানান, ‘ব্যাংক থেকে এক কোটি ৬০ লাখ টাকা ঋন নিয়ে তা আত্মসাত করেন খন্দকার আবুল হাসান লিমন।
এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের দায়েরকৃত পৃথক দুটি মামলায় খন্দকার আবুল হাসান লিমনকে এক বছর করে মোট দুই বছর কারাদ- দিয়েছেন আদালত। কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য আদালত থেকে পরোয়ানা জরি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর বটতলা এলাকায় খন্দকার আবুল হাসান লিমনের বাসায় অভিযান পরিচালনা করে তাকে কোতয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতার করে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণ করেন।
Post Comment