Loading Now

বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানে ববি ভিসিকে প্রধান অতিথি করায় বিক্ষোভ

 

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে (ভিসি) অধ্যাপক ড. শুচিতা শরমিনকে প্রধান অতিথি করায় মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্কুল দুইটির সামনের সড়কে সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয় এবং আলকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০তম বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে বিবৃতি দেয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্যাসিস্ট আখ্যা দেয়া, আওয়ামী লীগের দোসর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনকে প্রধান অতিথি করা হয়েছিলো। এই অনুষ্ঠানে অতিথির আসার খবর পেয়ে আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়েরসাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী স্কুলের সামনের রাস্তায় বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন করা হলেও উপজেলা যুবদল ও ছাত্রদলের কিছু নেতার নেতৃত্বে কর্মসূচি হয়েছে।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ক্রীড়ানুষ্ঠানের প্রধান অতিথি হয়ে স্কুলে এসেছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করে চলে গেছেন। এ সময় স্কুলের বাইরে একটু উত্তেজনা হয়েছিলো।

বিদ্যালয়ের সভাপতি ড. মিজান রহমান জানান, অধ্যাপক ড. শুচিতা শরমিন বর্তমান সরকারের নিয়োগপ্রাপ্ত লোক। এখানে এতো রাজনৈতিক দলাদলি আছে জানলে তিনি আসতেন না।

Post Comment

YOU MAY HAVE MISSED