বরিশালে লাখো মুসুল্লির উপস্থিতিতে চরমোনাই মাহফিল শুরু
নিজস্ব প্রতিবেদক ।।
লাখো মুসুল্লির উপস্থিতিতে বরিশাল সদর উপজেলায় তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল উদ্বোধন করেছেন পীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চরমোনাই মাদরাসা মাঠসহ পাঁচটি মাঠে আয়োজিত এই মাহফিলের উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত মাহফিলে আসা মুসুল্লিরা কয়েক হাজার ভাগে বিভক্ত হয়ে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় চরমোনাই পীরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চরমোনাই পীর বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয়, বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই মাহফিলের আয়োজন। সুতরাং, এখানে দুনিয়ার কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
পীর আরও বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে। উদ্বোধনী বয়ান শেষে পীর সাহেব চরমোনাই মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে বিশদ বর্ণনা করেন।
এদিকে, মাহফিলে আসা মুসুল্লিদের প্রাথমিক চিকিৎসা দিতে ১০০ শয্যার অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এই হাসপাতালে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরও ৪০ জন চিকিৎসক কাজ করছে।
এছাড়া, ১০টি সড়কপথ ও ২টি নৌপথের অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। অসুস্থ মুসুল্লিদের হাসপাতালে পৌঁছাতে কাজ করছে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী। মাঠগুলোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবকরা এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্যরা। মাঠের চারদিকে সুপেয় পানির ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, চরমোনাই মাদরাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক রহমাতুল্লাহ। তিনি মারা যাওয়ার পর ১৯৭৭ সাল থেকে এই দরবারের জিম্মাদারি পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম রহমাতুল্লাহ। ২০০৬ সালে তিনি মারা যাওয়ার পর থেকে দায়িত্ব পালন করছেন মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
Post Comment