ববির তিন আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনটি আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তন কর্তৃপক্ষ। নাম পরিবর্তন সংক্রান্ত গঠিত কমিটি মতামতের ভিত্তিতে নির্বাহী ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
বৃহস্পতিবার ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস আদেশ জারির সঙ্গে সঙ্গে নতুন নাম কার্যকর হবে। তাই বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘তাপসী রাবেয়া বসরী হল’ করা হয়েছে। এছাড়া শেখ হাসিনা হলের নাম ‘কবি সুফিয়া কামাল হল’ এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত লাইব্রেরির নাম ‘কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ্ববিদ্যালয়’ নতুন নামকরণ করা হয়েছে। নাম পরিবর্তনের বিষয়ে পরবর্তী সিন্ডিকেট সভায় আদেশ কার্যকরের কথাও জানানো হয় ওই নোটিশে।
এর আগে গত ১৫ জানুয়ারি দুটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম বদল করে ব্যানার টাঙিয়ে দেয় ববি শিক্ষার্থীরা। পরবর্তীতে দাপ্তরিকভাবে নামগুলো কার্যকরের দাবি তুলেছিল অফিসিয়ালি এই নামগুলো পরবর্তীতের দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করে। সেই কমিটিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধিও ছিলেন। নাম পরিবর্তনে কমিটির মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টাঙিয়ে দেওয়ার পাশাপাশি স্মারকলিপি দিয়েছিল। শিক্ষার্থীদের বিষয়গুলোই আমরা গ্রহণ করে নাম পরিবর্তনের মতামত দিয়েছি।
ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নিয়ম মেনে নির্বাহী ক্ষমতাবলে উপাচার্য মহোদয় নাম পরিবর্তন করেছেন। যা পরবর্তীতে সিন্ডিকেট সভায় অবহিত করবেন।
Post Comment