Loading Now

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সভা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অংশীজনের অংশগ্রহণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন বিশেষ এই সভার অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো: রিয়াজ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল বরিশাল শারমিন সুলতানা রাখি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, বাজার কমিটির সদস্যরা, বিভিন্ন ব্যবসায়িরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে অতিথিরা পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে৷ সবাইকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একসাথে কাজ করতে আহবান জানান।

Post Comment

YOU MAY HAVE MISSED