Loading Now

‘দক্ষ জনশক্তি তৈরিতে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে’

 

নিজস্ব প্রতিবেদক ।।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘দেশে একজন ছাত্রী চিকিৎসা শাস্ত্রে পড়েন ভালো পাত্রী হওয়ার জন্য। তাহলে তাদের পড়াশোনা করিয়ে কি লাভ? আমাদের বড় স্বপ্ন দেখে সামনে এগিয়ে যেতে হবে। বিশ্বের অনেক দেশ দক্ষ জনশক্তি চায়, কিন্তু তা কিভাবে পাবো? আমাদের অসংখ্য জনশক্তি থাকলেও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। তাই আমাদের দক্ষ হিসেবে তৈরি করতে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা শিল্প কলা একাডেমির হলরুমে তারুণ্যের ভাবনায় কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

সচিব এএইচএম সফিকুজ্জামান আরও বলেন, ‘আমাদের বরিশালে অনেক পর্যটন এলাকা রয়েছে। সেই স্থানগুলো আমাদের অর্থনৈতিক শক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সকল ছাত্র-ছাত্রীদের নিজেকে সুসংগঠিত হতে হবে। বাজারের অস্থিরতা থেকে দেশকে বাঁচাতে চাষী থেকে পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে হবে। টিকটক, ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের তৈরি করো। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন, বিশেষ অতিথি ছিলেন, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম, বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ লতিফা আক্তার, বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবির, বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আল ইমরান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ আখতারুজ্জামান খান।

Post Comment

YOU MAY HAVE MISSED