Loading Now

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামীর কারাদন্ড

 

নিজস্ব প্রতিবেদক ॥

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামীর দুই বছরের সাশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই রায় প্রধান করেন।

দন্ডপ্রাপ্ত আসামি হলেন বাবুগঞ্জ উপজেলার বাসীন্দা সোহেল। বাদী মমতাজ বেগম মামলায় উল্লেখ করেন- বাদীর কন্যা লামিয়ার কাছে সোহেল ২০১৭ সালের ১০ অক্টোবর ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়।

২০১৭ সালের ১২ অক্টোবর মামলা করা হয়। ২০১৮ সালের ২২শে জানুয়ারি উজিরপুর থানার এসআই জাফর ইসলাম আসামির বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার ওই রায় প্রধান করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED