Loading Now

বরিশালে যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা

 

নিজস্ব প্রতিবেদক ॥

বিয়ের প্রলোভনে ১৮ বছরের যুবতীকে ধর্ষণ করায় শাওন গাজী নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দেন। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বাসীন্দা ওই যুবতী।

মামলায় তিনি উল্লেখ করেন, আসামি একটি গাড়ির সুপারভাইজার। ২০২৩ সালের ২৯ শে অক্টোবর বরিশাল নগরের নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে বসে পরিচয় হয়। এরপর তাদের সাথে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে ওই সুপারভাইজার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এক পর্যায় একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। আসামি বিয়ের কথা অস্বীকার করলে তিনি মামলা করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে এজাহার গ্রহণ এবং একই সাথে সন্তানের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

Post Comment

YOU MAY HAVE MISSED