Loading Now

বরিশালে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ।।

মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অভিযোগে বরিশালের ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রমজানে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বুধবার বেলা ১১ টায় নগরীর ষ্টীমার ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেছে তারা।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ টি ফলের দোকানে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা, একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা, ওষুধের দোকানে মেয়াদউত্তীর্ণ ওষুধ সংরক্ষন করায় ৭ হাজার টাকা ও খাবার হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্যান্য দোকানকেও এ বিষয়ের সতর্ক করা হয়েছে।

দ্রব্যমূল্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান মাস জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপূর্ব অধিকারী।

Post Comment

YOU MAY HAVE MISSED