Loading Now

প্রতিপক্ষের হামলায় আহত ২২ নং ওয়ার্ড বিএনপির সদস্য জুয়েল

 

নিজস্ব প্রতিবেদক ।।

পুকুর ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নগরীর ২২ নং ওয়ার্ডের বিএনপির সদস্য আমিরুল আজিম জুয়েল আহত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র নুর ইসলাম সিফান,মজিবুর রহমানের পুত্র মিজান,ওয়ালিদ,ইমরান,মারুফ,রাকিব সহ অজ্ঞাত ৫০/৬০ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ২২ নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকা ১৫ শতাংশ জমির ওপর একটি পুকুর ছিলো। পুকুরটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এক পক্ষ অন্য ওয়ারিশদের(জুয়েলের পিতার)অনুমতি না নিয়ে পুকুরটি ভরাট করে বিক্রি করতে চায়। কিন্তু অভিযোগকারী পুকুর ভরাটে অন্যান্য ওয়ারিশদের সাথে দ্বিমত পোষণ করেন। এবং বলে আমি এখন পুকুর ভরাট করব না। কিন্তু প্রতিপক্ষ কেউ তাহার কথায় রাজি না হয়ে পুকুর ভরাট করে। এক পর্যায় তার ভাগের পুকুরের ২ শতাংশ জমি ভরাট বাবদ অভিযোগকারী আমিরুল আজিমের কাছে ৭৬ হাজার টাকা দাবি করেন। আমিরুল আজিজ পুকুর ভরাটের কারন জানতে চাইলে প্রতিপক্ষরা তার সাথে খারাপ ব্যবহার ভয় ভীতি ও খুন জখমের হুমকি দেয়। তার ২/৩ দিন পরে আবার আসামিরা পুকুর ভরাটের টাকা আমিরুল কাছে চাইলে তিনি টাকা দিতে অস্বীকার জানায়। এবং বলেন আমি পুকুর ভরাট করতে মানা করছি। আমার কাছে টাকা নেই আমি কিভাবে দেব। একথা বলে পুনরায় তাকে গালিগালাজ সহ এক পর্যায় তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন সন্ত্রাসী বাহিনীরা। যাওয়ার সময় তাকে দেখে নিবেন। পুকুর ভরাট বিষয় নিয়ে থানায় একাধিক বার বসা হলেও কোন সুরাহয় হয়নি। গত ৩ মার্চ আমিরুল ও তার চাচা তারাবির নামাজ পরতে গেলে প্রতিপক্ষরাসহ এক দল সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র ও লাঠি ছোটা নিয়ে এলাকায় মহরা দিতে থাকে। রাত ১০ টার দিকে তারাবি নামাজ পরে বাসার দিকে রওনা হলে আসামিরা আমিরুল ও তার চাচাকে রাস্তায় আটকিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখায় দেখায়। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে আসামিরা আমিরুল, তার চাচা ও বেশ কয়েকজনে ধরালো অস্ত্র ও লাঠি দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে এলাকার মানুষ ছুটে আসলে আসামিরা ও সন্ত্রাসী বাহিনীরা সম্পওি ভোগ দখল করতে দেবে না এবং দাবি কৃত টাকা ফেরত না পেলে তাদের হত্যা করা হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে যায়। এলাকা সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতিতে এসব সন্ত্রাসী বাহিনীরা আমিরুল ও তার পরিবারের উপর হামলা চালায়।

Post Comment

YOU MAY HAVE MISSED