Loading Now

হিজলায় ১০ অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদপাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে। দুর্গাপুর ও ডাইয়া গ্রামের অবৈধ ১০টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, হিজলা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটায় অভিযান। প্রাথমিকভাবে ১০টি অবৈধ চিমনি ভাঙা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED