আওয়ামী দোসরদের দিয়ে জেলা ক্রীড়া সংস্থার কমিটি : বাতিলের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ।।
আওয়ামী দোসরদের নিয়ে করা বরিশাল জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ খেলোয়াড়বৃন্দরা। এ কমিটি ঘোষণার পরপরই অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ ক্রীড়া প্রেমীদের মাঝে।
তবে তালিকায় যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের নাম তালিকায় পাঠানো হয়নি বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক (পদাধিকার বলে) জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন।
জানাগেছে, ২৪ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেয়া হয়। কিন্তু ঘোষিত কমিটিতে আওয়ামী লীগের দুই জনকে স্থান দেয়া হয়েছে বলে জানিয়েছেন সাধারণ খেলোয়াড়রা। ফলে উক্ত কমিটি বাতিলের দাবিতে সম্প্রতি বরিশাল স্টেডিয়ামে একটি মানববন্ধন করেছে সাধারণ খেলোয়াড়রা।
মানববন্ধনে উপস্থিত বরিশাল ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহবুব মোর্শেদ সুমন বলেন, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোসরদের ঠাই দেয়া হয়েছে। সেখানে ৫ জনের কমিটিতে দুজনই আওয়ামী লীগের দোসর। এর মধ্যে মোঃ সাইফুল ইসলাম বাশার ও মোস্তফা কামাল আওয়ামী লীগের ১৭ বছর সরাসরি বরিশালে রাজনীতিতে জড়িত ছিলেন। অবিলম্বে এ কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ার আহ্বান জানাই।
ক্রিকেটার মাসুদ জানান, দীর্ঘদিন ধরে বরিশালে কোনো খেলাধুলা নেই, তার মধ্যে আওয়ামী দোসরদের নিয়ে নবগঠিত এই আহ্বায়ক কমিটি বরিশাল ক্রীড়াঙ্গনে বিরূপ প্রভাব ফেলবে। বরিশাল ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমরা এই কমিটি বাতিল করে নতুন কমিটি চাই।
বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের লোকজন বরিশাল ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। এখনও যদি সেই দোসরদের দিয়ে কমিটি গঠন করা হয় তাহলে বরিশাল ক্রীড়াঙ্গনের কোনো দিন উন্নতি হবে না। আর এর দায়ভার জেলা প্রশাসক কখনোই এড়াতে পারে না।
এ ব্যাপারে কমিটির আহ্বায়ক (পদাধিকার বলে) জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন বলেন, ‘আমি যে কমিটির তালিকা ঢাকায় পাঠিয়েছি তা বরিশালের সবাই জানে। কিন্তু ঢাকা থেকে নাম পরিবর্তন করে নতুন তালিকা করে পাঠিয়েছে। সেখানে আমার কিছু করার নেই। এ বিষয়ে আপনারা ঢাকায় কথা বলেন।’
Post Comment