সরুজ গাজী হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল মহানগর ৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবয়ক সরুজ গাজী হত্যা মামলার সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
রোববার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় এ বিক্ষোভ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেরাজুল হক ও সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিকদল সভাপতি আতাউর রহমান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল প্রমুখ।
এদিকে সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহিন সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৮ মার্চ) রাত ১১টায় ঢাকার সবুজবাগ থানাধীন মাদারটেক কাঁচাবাজার এলাকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ২ মার্চ সুরুজকে কুপিয়ে হত্যা করে গ্রেফতার শাহীন, তার স্ত্রী শাবানা, তিন সন্তানসহ বেশ কয়েকজন। এ ঘটনার পর দুই দফায় অভিযুক্ত শাহীনের কাউনিয়ার বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ স্থানীয়রা। এরপর নিহত সুরুজের ভাই শাহিন গাজী বাদী হয়ে নগর পুলিশের কাউনিয়া থানায় শাহীনকে প্রধান আসামি করে তার স্ত্রী, দুই সন্তানসহ সাত জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭ থেকে ৮ জনকে।
Post Comment