Loading Now

বিএম কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

 

নিজস্ব প্রতিবেদক ॥

বিএম কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই কলেজের ছাত্র ও তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামী মাইনুল ইসলাম শাওন বিএম কলেজের অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী ও বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া এলাকার বাসিন্দা। বাদী বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলা সুত্রে জানা গেছে, একই কলেজের ছাত্র শওন বাদীকে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তার প্রস্তাবে রাজি হলে ছাত্রীকে নিয়ে বিভিন্নস্থানে ঘুরতে যায়। পরে বিয়ের প্রলোভনে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারী পর্যন্ত ছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি ছাত্রের বাবা-মাকে জানানো হয়। তারা বিষয়টি সমাধান না করে দুইজনকে বাসা থেকে বের করে দেয়। তখন ছাত্রীকে নিয়ে আসামী তার মেসে আসে। সেখানে আসার পর বিয়ের জন্য চাপ দিলে নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর ও টিপ নেয়। এরপর বিয়ের কাগজপত্র চাইলে দিতে অস্বীকার করে। এক পর্যায়ে তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।

Post Comment

YOU MAY HAVE MISSED