Loading Now

দুর্বৃত্তের আগুনে গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই

 

পিরোজপুর প্রতিনিধি ॥

পিরোজপুরের ইন্দুরকানীর ঢেপসাবুনিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃৃত্তের দেয়া আগুনে এক কৃষকের গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে খড়ের গাঁধা (কুটার মেই)। এ সময় কৃষক নুরুল ইসলাম মৃধা আগুন লাগা গোয়াল ঘর থেকে গরু উদ্ধার করতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কৃষক নুরুল ইসলাম মৃধার স্ত্রী রুফিয়া বেগম জানান, রাতে গোয়াল ঘরে আগুন দেখে আমি ও আমার স্বামী ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে ছুটে যাই। আমার স্বামী জ্বলন্ত গোয়াল ঘর থেকে গরু উদ্ধারের চেষ্টা করলে তার গায়ে আগুন লাগে শরীরের একটা অংশ পুড়ে যায়। আগুনে গোয়াল ঘর ও পেটে বাচ্চা সহ একটি গাভী গরু পুড়ে গেছে আরো একটি গরু আধাপোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশে থাকা একটি খড়ের গাধা ও পুড়ে গেছে।

 

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষক নুরুল ইসলামের গোয়াল ঘর সহ একটি গরু পুড়ে গেছে। এসময় গরুর মালিকও আহত হয়েছেন। এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Post Comment

YOU MAY HAVE MISSED