বরিশালে নির্বাচন কর্মকর্তাদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ।
জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে বরিশালে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে নগরীর নথুল্লাবাদে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস চত্বরে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় আঞ্চলিক এবং জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা এবং কর্মচারীরা।
এই প্রতিবাদ কর্মসূচিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র বরাবরই নির্বাচন কমিশনের কার্যক্রমের অংশ। ২০০৭ সাল থেকে এটা করে যাচ্ছি আমরা। কতিপয় দুষ্কৃতকারী ষড়যন্ত্র শুরু করেছে এটাতে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে। আমরা যে কোনো মূল্যে এমন কার্যক্রম প্রতিহত করবো। এটা আমাদের অধীনে না থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং বিরূপ প্রভাব ফেলবে নির্বাচনী কার্যক্রমে।
তাই কেন্দ্র থেকে নির্দেশিত আমরা এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো দাবি আদায় না হওয়া পর্যন্ত।
Post Comment