Loading Now

পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. মিজান (২১) নামের এক যুবককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম ছয় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় বাকি সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. সালাম হাওলাদার (৫০), মোহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আব্দুল আজীজের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৬৬), আব্দুল মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৭), আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. আইয়ুব আলী হাওলাদার (৫৮)।

খালাসপ্রাপ্তরা হলেন ওসমান ফরাজি, মিল্লাত হোসেন, জাকির খলিফা, ফয়সাল, মাসুম মৃধা, মাসুদ মৃধা এবং হেমায়েত।

মামলার বিবরনে জানাজায়, উপজেলার ভান্ডারিয়ার কাপালীরহাটে নুর মোহাম্মদ আকনের পুত্র মোঃ রফিকুল তার মুদি ও সাইকেল পার্সের দোকানে ঘটনারদিন ২০০৫ সালের ২মার্চ দিনগত রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত ২টার পর হঠাৎ দোকান ভাঙ্গার শব্দে ঘুম ভেঙ্গে গেলে উঠে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে দেখেন ১০/১২জন ডাকাত দলের সদস্যের মধ্যে ৩জন দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। এ সময়ে রকিুল ডাকচিৎকারে লোকজন ছুটে আসলে ডাকাতদের গুলিতে স্থানীয় আব্দুস ছামাদের পুত্র মিজানুর রহমান পেটে গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে প্রথমে উপজেলা হাসপাতাল এবং এর পর বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসা চলাকালে মারা যান। এ ঘটনায় রকিুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা (ভান্ডারিয়া থানা মামলা নং-০৩,জি.আর ৭৮/০৫,ধারা ৩৯৬দঃবিঃ) করলে পুলিশ ১২ জনের বিরুদ্ধে চার্জসীট দেয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মোঃ ওয়াহিদ হাসান বাবু এবং আসামী পক্ষে এডভোকেট আহসানুল কবীর বাদল মামলাটি পরিচালনা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED