বরিশালে নারীর ব্যাগ ছিনতাইকালে গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে নারীর ব্যাগ ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ট্র্যাফিক সার্জেন্ট মহসিন।
সোমবার (১৭ মার্চ) সকালে সদর রোডের বেলভিউ মেডিকেল সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
অভিযুক্ত ছিনতাইকারীরা হলেন – নগরীর রসুলপুর এলাকার জলিলের ছেলে হৃদয় (২১) ও পলাশপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ফিরোজ (১৮)।
সার্জেন্ট মহসিন বলেন, সকালে দায়িত্ব পালন করছিলাম। তখন দেখতে পাই যে দুই ছিনতাইকারী এক নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ সময় দৌড়ে গিয়ে তাদের দু’জনকে ধরে থানা পুলিশে তুলে দেই। ব্যাগটি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Post Comment