চাঁদাবাজি করে পদ হারালেন উপজেলা যুবদলের সদস্য সচিব
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে বহিষ্কার করেছে সংগঠনটি। তার বিরুদ্ধে ৫ আগস্টের পর ব্যাপক চাঁদাবাজি এবং আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদারকে শোডাউন করে পরিষদে নেওয়ার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বহিষ্কার হওয়া যুবদল নেতা রিপন শরীফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, মাল্টা আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদারের পক্ষে উপজেলা নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর শোডাউন সহকারে ওই চেয়ারম্যানকে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া ও ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
Post Comment