Loading Now

বরিশালে মসজিদে মসজিদে কান্নার রোল সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক ॥

মাহে রমজানের তৃতীয় জুম্মা শেষে আয়োজিত বিশেষ মোনাজাতে বরিশালের প্রায় সব মসজিদে ছিলো কান্নার রোল। বিশেষ মোনাজাতের একটাই ধ্বনি – হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ – পৃথিবীর সব মুসলমানদের ঐক্যবদ্ধ করে দিন। পৃথিবীর সব মুসলমানদের ঐক্যবদ্ধ করে দিন। পৃথিবীর মানচিত্র থেকে ইজরায়েল ধ্বংস করে দিন। জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করে দিন। ফিলিস্তিনকে হেফাজত করুন। ফিলিস্তিনকে হেফাজত করুন।

এর আগে সকালেই বরিশাল মডেল মসজিদের ঈমাম মাওলানা মুনীর হোসেনের নেতৃত্বে ঈমাম মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা আবুল বাসার গাজী, মাওলানা আবুল কাসেম বিন নূর এক বৈঠকে ফিলিস্তিনের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হবার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। তারা যার যার মসজিদের মুসল্লীদের জুম্মার নামাজ শেষে সড়কে জড়ো হয়ে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিকে বরিশাল জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নানসহ জেলা ও মহানগর ঈমাম সমিতির নেতৃবৃন্দও একই আহ্বান জানিয়ে বরিশাল নগরীর চৌমাথা, সদর রোড, বাধ রোড, পোর্ট রোডসহ পুরো বরিশালে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন চলতি বছর যে ফিতরা নির্ধারণ করেছে তা ২১ মার্চ শুক্রবার জুম্মার খুতবা শেষে সাধারণ মুসল্লীদের জানিয়ে দেন প্রতিটি মসজিদের ঈমাম। এবার সর্বোচ্চ ফিতরা দুই কেজি কিচমিচ বা খেজুরের দর ৩৩০০-২৪০০ টাকা। এবং সর্বনিন্ম ফিতরা ধার্য্য হয়েছে দুই কেজি আটা ১১০ টাকা।

এই ফিতরা সদ্যোজাত শিশুর উপরও ধার্য্য হবার নিয়ম, এমনকি একজন ভিক্ষুককেও ফিতরা আদায় করতে হবে বলে জানান জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান।

বেলা পৌনে একটায় বরিশালের আমতলা মোড়ের সড়ক ও জনপথ জামে মসজিদে জুম্মার খুতবায় ঈমাম মাওলানা আবুল খায়ের বলেন, ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতী চুক্তি ভঙ্গ করে ইসরায়েলী কাফেররা রাতের অন্ধকারে নিরীহ ও ঘুমন্ত নারী,শিশুসহ হাজারো মানুষকে হত্যা করলো। অথচ মানবতাবাদী বিশ্ব নেতাদের, জাতিসংঘের কেউ কোনো প্রতিবাদ করেনি। তারা করবেও না। কারণ, কাফের সম্প্রদায় কুফরি কাজে সবসময় ঐক্যবদ্ধ। কিন্তু মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নেই। আজ মুসলিম রাষ্ট্রগুলো পরষ্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। অথচ পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহর রজ্জু (ইসলাম ও কোরআন)-কে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না (’সুরা-৩ আলে ইমরান, আয়াত: ১০৩) ।

‘তোমরা সেসব লোকের মতো হয়ো না, যাদের কাছে স্পষ্ট ও প্রকাশ্য নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি (সুরা-৩ আলে ইমরান, আয়াত: ১০৫)।

জুম্মার নামাজ আদায় শেষ হলে বেলা ২টা থেকে পৌনে তিনটা পর্যন্ত নগরীর আমতলা মোড়ের সড়কের দুপাশে প্রতিবাদী মানববন্ধন করেন মুসল্লীরা। একে একে বরিশালের সর মসজিদ থেকেই মুসল্লীদের প্রতিবাদী শ্লোগান শোনা যায়-ইসরায়ে

Post Comment

YOU MAY HAVE MISSED