Loading Now

বরিশালে জাল নোটসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে ক্রেতা সেজে দোকানদারকে দেওয়ার সময় ১৬ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ কারবারি আশ্রাফুল (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (২২ মার্চ) বিকালে নগরীর পুরান পাড়ার মতাশার এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।
গ্রেপ্তার আশ্রাফুল বরিশাল জেলার গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা বলেন, তার সঙ্গে ৩০ হাজার টাকার জাল নোট ছিল। আটকের আগেই ১৪ হাজার টাকা মূল্যমানের জাল নোট দিয়ে বিভিন্ন দোকানদারের কাছ থেকে পণ্য কিনেছেন।

পরে তাকে ১৬ হাজার টাকাসহ পুলিশে তুলে দেয়া হয়। তিনি ঢাকা থেকে ৩০ হাজার টাকার জাল নোট নিয়ে বরিশাল নগরীতে এসেছিলেন বলে জানান স্থানীয়রা।

ওসি নাজমুল বলেন, আশ্রাফুল মতাশার এলাকার একজন নারীর দোকানে এক হাজার টাকা একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে যায়। তখন নোটটি দেখে দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানায়। এসময় স্থানীয়রা জাল নোটের বিষয়টি নিশ্চিত আশ্রাফুলকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়া হয়।

এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED