Loading Now

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও অলোচনা সভা

 

নিজস্ব প্রতিবেদক ।।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়। আজ ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোরশেদ আলম, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপস) বরিশাল মেট্রোপলিটন পুলিশ পলাশ কান্তি নাথসহ বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও ওবায়দুল হক চাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভার শুরুতে ২৫ মার্চ গণহত্যায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে অতিথিরা ২৫ মার্চ কালো রাত্রির স্মৃতিচারণ ও গণহত্যার কথা তুলে ধরে আলোচনা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED