আগৈলঝাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, ঘর-বাড়ি ভাঙচুর
আগৈলঝাড়া প্রতিনিধি ।।
বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুরসহ আহত হয়েছেন ৫ জন।
গুরুতর আহত বিএনপি নেতাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে।
এ বিরোধের জেরে বৃহস্পতিরবার রাতে রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির মৃধার ঘরে হামলা চালিয়ে লুটপাট করে ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর মজুমদারসহ ১৫-২০ জনের একটি দল।
এদিকে ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর মজুমদার অভিযোগ করে বলেন, আমি চাউকাঠী রাস্তার মাথায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম হঠাৎ করে পেছন থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির মৃধার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এ হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের নাসির মৃধা, কবির শরীফ, বক্কর শরীফ, আলমগীর মজুমদারসহ ৫ জন আহত হয়েছেন।
খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। উভয় পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. আলিউল ইসলাম বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয়পক্ষ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
Post Comment