কোয়ার্টারের আগে এমবাপ্পেদের জরিমানা-নিষেধাজ্ঞার দুঃসংবাদ
অনলাইন ডেক্স ।।
আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, আন্তেনিও রুদিগার ও দানি সেবায়োসকে জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা—উয়েফা। এমবাপ্পেকে ৩০ হাজার, রুদিগারকে ৪০ হাজার ও সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে সংস্থাটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও অভিযুক্ত ছিলেন, তবে তাঁকে কোনো শাস্তি দেওয়া হয়নি।
তদন্ত শেষে এমবাপ্পে ও রুদিগারকে জরিমানা করা ছাড়াও এক ইউরোপীয় ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক বছরের প্রবেশনারি পিরিয়ডের আওতায় রাখা হয়েছে এ দুজনকে। এতে অবশ্য কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলতে কোনো বাধা নেই তাঁদের।
গত সপ্তাহে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের চার তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আন্তেনিও রুদিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয় উয়েফা। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে রিয়ালের ফুটবলাররা। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে সেদিন সমর্থকদের সঙ্গে বিজয় উদ্যাপন করতে গিয়ে দর্শকদের সামনে অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগ এসেছে এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে।
টিভি স্ক্রিনে দেখা যায়, জার্মান ডিফেন্ডার রুদিগার সম্ভবত গলা কেটে ফেলার অঙ্গভঙ্গি করেছেন, যা দৃশ্যত আতলেতিকো দর্শকদের দিকে ছিল। এমবাপ্পে সম্ভবত প্যান্টি ধরার অঙ্গভঙ্গি করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, আতলেতিকো গত সপ্তাহে রিয়াল খেলোয়াড়দের অশোভন আচরণ নিয়ে উয়েফার কাছে রিপোর্ট করে।
এক বিবৃতিতে উয়েফা জানায়, রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ অভিযোগ তদন্ত করার জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক পরিদর্শক নিয়োগ করা হয়েছে।
Post Comment