Loading Now

প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিলেন শ্রমিক দল নেতা

গৌরনদী প্রতিনিধি ।।

গৌরনদী উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের বিরুদ্ধে দুই সন্তানের জননী ও কাতার প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উপজেলার নন্দনপট্টি গ্রামের কাতার প্রবাসী নুরুজ্জামান সরদার বাদী হয়ে স্ত্রীসহ রেজাউল করিমকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

নুরুজ্জামান সরদার অভিযোগ করে বলেন, ২০০৯ সালে কাতার থেকে ছুটিতে বাড়ি এসে একই উপজেলার বড়দুলালী গ্রামের এক মেয়েকে সামাজিকভাবে বিয়ে করি। দাম্পত্য জীবনে আমাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর প্রবাসে যাওয়া-আসার মধ্যেই ছিলাম। বিদেশ থেকেই জানতে পারি আমার স্ত্রী রেজাউল নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। মোবাইল ফোনে এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে অস্বীকার করত।

সম্প্রতি আমি কাতার থেকে দেশে চলে আসি। স্ত্রী টরকী এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকত। আমি দেশে চলে আসার পর স্ত্রী আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে বাবার বাড়ি চলে যায়। পরবর্তীতে জানতে পারি শ্রমিক দল নেতা রেজাউল আমার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, জীবনের যত উপার্জন করেছি তা স্ত্রীর কাছে পাঠিয়েছি। সাংসারিক খরচ বাদ দিয়ে স্ত্রীর কাছে কমপক্ষে ২৫ লাখ টাকা পাঠিয়েছি এবং ৬ ভরি স্বর্ণালংকার দিয়েছি। প্রবাস জীবনের কষ্টার্জিত সেই টাকা-স্বর্ণালংকার পরকীয়া প্রেমিককে নিয়ে আত্মসাৎ করেছে আমার স্ত্রী। এজন্য আমার স্ত্রী, শ্বশুর ও পরকীয়া প্রেমিক রেজাউলকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, টাকা আত্মসাৎ কিংবা হুমকি-ধামকির যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। তার স্বামীকে ডিভোর্স দেওয়ার সাড়ে চার মাস পর আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল আমার নামে অপপ্রচার চালাচ্ছে।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগের তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED